বছরের শুরুতেই অশান্ত মণিপুর। মণিপুরে জঙ্গিদের হামলায় ৭ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ৪ পুলিশ কমান্ডো এবং ৩ জন বিএসএফ জওয়ান আহত। বছরের প্রথম দিনেই, থৌবাল জেলায় লিলং এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনায় আহত হয়েছেন প্রায় পাঁচজন। এরপরেই মোট পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে খবর। মঙ্গলবার বন্দুকধারীরা রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছোঁড়া হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে।
Covid 19 India: নতুন বছরে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ৬৩৬ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ জনের
উল্লেখ্য ঘটনার সূত্রপাত, সোমবার রাতে হঠাৎ করে আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী। তাদের প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল। এবং তারা গুলি চালাতে শুরু করে। সেসময়ই তিনজনের মৃত্যু হয়। বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে খবর।