কাতারে বন্দী ৮ ভারতীয়কে মুক্তি । সোমবার, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই আট অবসরপ্রাপ্ত নৌ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে । কাতারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত । উল্লেখ্য, গত বছরই ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল কাতার আদালত ।
বিদেমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, 'আট প্রাক্তন নৌ সেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।' জানা গিয়েছে, ইতিমধ্যেই সাতজন দেশে ফিরেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা । তাঁদের কথায়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া, মুক্তি পাওয়া সম্ভব ছিল না । এদিকে, কাতারের এই সিদ্ধান্তকে ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল ।
উল্লেখ্য, ২০২২ সালে অগস্টে ৮ ভারতীয়কে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা সংস্থা। তাঁদের বিরুদ্ধে ইজরায়েলে চরবৃত্তির অভিযোগ উঠেছিল।গত ডিসেম্বরেই তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতার আদালত । এরপর ভারত সরকারের তরফে কাতারের আদালতে আনুষ্ঠানিক ভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তারপরেই ওই ৮ ভারতীয়কে মুক্তির নির্দেশ দেয় কাতার ।