বড়সড় দুর্ঘটনা লাদাখে। চাকা পিছলে খাদে পড়ল ভারতীয় সেনার একটি গাড়ি। অন্তত ৮ জন সেনা শহিদ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করছেন উদ্ধারকাররী দলের সদস্যরা।
জানা গিয়েছে, আট সেনা জওয়ানের মধ্যে একজন আধিকারিক ছিলেন। এছাড়াও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লাদাখের রাজধানী লে থেকে ১৫০ কিলোমিটার দূরে।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, কারি গ্যারিসন থেকে লে-র দিকে যাচ্ছিল জওয়ানদের ওই গাড়িটি। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেনা আধিকারিক সহ মোট ১০ জন ছিলেন সেখানে।