শুক্রবার ভোরে ওড়িশার কেওনঝড়ে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে একটি ভ্যান। ঘটনায় এক শিশু এবং তিন জন মহিলা সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত প্রায় ৮ জন।
World AIDS Day 2023: আজ বিশ্ব AIDS দিবস, সচেতনতা বাড়ুক, সমাজ হাত বাড়িয়ে দিক HIV আক্রান্তদের দিকে
শুক্রবার ভোর রাতে ঘাটাগাঁও এলাকার বালিজোডি গ্রামের কাছে ২০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির আরোহীরা তারিণী দেবীর মন্দির দর্শনে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর , ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের, পরে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিকভাবে দাবি, চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।