সংসদে নিরাপত্তার গাফিলতির অভিযোগে ৮ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন, রামপাল, অরবিন্দ, ভীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত এবং নরেন্দ্র নামের আট অফিসার। অভিযোগ, তাঁদের গাফিলতির কারণেই ওই দুই যুবক রংবোমা নিয়ে সংসদের ভিতরে ঢুকে পড়েন।
বুধবার লোকসভার ভিতরে ঢুকে পড়েন দুই যুবক। জিরো আওয়ার চলাকালীন তাঁরা গ্যালারি থেকে লাফ দেন। এবং রং বোমা ফাটাতে শুরু করেন। যদিও উপস্থিত সাংসদরা তাঁদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন।
এই ঘটনার পরেই তদন্তের নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দিল্লি পুলিশকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।