মালদ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু ৯ ভারতীয়ের। জানা গিয়েছে ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদ্বীপের রাজধানী মাল-এ।
জানা গিয়েছে, একটি বহুতলে হঠাৎ করেই আগুন লেগে যায়। গ্রাউন্ড ফ্লোরে গাড়ির গ্যারাথ থেকেই আগুন লেগেছে। এরপরই গোটা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এক দমকল কর্মী সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০টি দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করতেই কয়েকঘণ্টা সময় লেগে গিয়েছে। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে ৪ ঘণ্টা সময় লেগে গিয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মালদ্বীপের ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাহায্যের জন্য দুটি নম্বরও শেয়ার করেছে ভারতীয় দূতাবাস।
মালদ্বীপের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলের পাশে একটি স্টেডিয়ামে শিবির তৈরি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।