পানীয় জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় ৯ বছরের দলিত ছাত্রকে (Dalit Student Death) পিটিয়ে মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে জালোর জেলায় (Rajasthan)। শিক্ষকের নাম চাইল সিং। বয়স ৪০। তার বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি নিগ্রহ ও খুনের ধারার মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত ছাত্রের নাম ইন্দ্র মেঘওয়াল। সুরানা গ্রামের একটি বেসরকারি স্কুলে পড়ত সে। গত ২০ জুলাই পানীয় জলের পাত্র ছুঁয়ে দেওয়ায় তাঁকে বেধড়ক মারধর করে তার শিক্ষক চাইল সিং। গত শনিবার আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
রাজস্থানের শিক্ষা দফর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। রাজস্থানের স্কুল কমিশনের চেয়ারম্যান খিলাড়ি লাল বায়ারওয়া জানিয়েছেন,দ্রুত তদন্ত হবে। জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানিয়েছেন, "আমরা শিক্ষক চাইল সিংয়ের বিরুদ্ধে ৩০২ ও তফশিলি জাতি ও উপজাতি নিগ্রহের ধারায় গ্রেফতার করেছি।"
আরও পড়ুন: বৃষ্টিতে ভিজতে পারে স্বাধীনতা দিবস, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া
মৃত ছাত্রের বাবা জানিয়েছে, শিক্ষকের মারে মুখ ও কানে আঘাত লেগেছিল। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উদয়পুরের হাসপাতালে ওই ছাত্রকে স্থানান্তরিত করা হয়। মৃত ছাত্রের বাবা দেবারাম মেঘওয়াল জানিয়েছেন, "এক সপ্তাহ উদয়পুরের হাসপাতালে ভর্তি ছিল ইন্দ্র। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় আহমেদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।" অবশেষে শনিবার প্রাণ হারায় রাজস্থানের ৯ বছরের দলিত ছাত্র ইন্দ্র।