তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NDA-জোটের শরিকি দলগুলি মিলিয়ে মোট ৭১ জন মন্ত্রী হয়েছেন। জানা গিয়েছে, মন্ত্রিসভার ৭০ জন মন্ত্রীই কোটিপতি। তাঁদের প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ১০৮ কোটি টাকার বেশি। অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানেই এই বিষয়ে জানানো হয়েছে।
যাঁরা মন্ত্রীত্ব গ্রহণ করেছেন তাঁদের মধ্যে ছ-জন নির্বাচনী হলফনামাতেই জানিয়েছিলেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়েছে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে রয়েছেন চন্দ্রশেখার পেন্নাসানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৭০৫ কোটি। রুরাল ডেভেলপমেন্টের প্রতিমন্ত্রী পদে রয়েছেন তিনি। অন্যদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৪২৪ কোটি টাকা।
Read More- পাঁঠায় হাত পুড়ছে, ইলিশ-কাতলা-চিংড়ি-পাবদার দাম কত? আম-লিচুই বা কত কিলো?
ADR এর প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পীযুশ গয়ালের সম্পত্তির উল্লেখ রয়েছে ১১০ কোটি। এবং কুমারাস্বামীর সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা।