'কুকুর বলে কি মানুষ নয়?' শিক্ষিত বাঙালিমাত্রই সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রসিকতায় ভরা এই লাইনটির সম্বন্ধে জানেন। তামিলনাড়ুর একটি মর্মান্তিক ঘটনায় এই লাইনটিই একটু অন্যভাবে মনে পড়ে। ঘটনার সূত্রপাত, তামিলনাড়ুর দিন্ডিগুল জেলায়। ৬৫ বছরের প্রৌঢ় রায়াপ্পান তাঁর দুই প্রতিবেশি ভিনসেন্ট ও ড্যানিয়েলের পোষ্য কুকুরদের আচরণে প্রবল বিরক্ত ছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই পোষ্যদের যখনতখন 'আগ্রাসী' হয়ে ওঠার কারণে রীতিমতো সিঁটিয়ে থাকেন চারপাশের অন্যান্য মানুষেরা। ভয় পান পথচারীরাও।
অভিযোগ, কুকুরের মালিকদের কাছে বারবার অভিযোগ জানিয়েও ফল না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি লাঠি নিয়ে প্রতিবেশীর বাড়ির কুকুরদের মারতে উদ্যত হন রায়াপ্পান। তাদের পোষ্যদের রায়াপ্পান বারবার 'কুকুর' বলে ডাকায় রেগে গিয়ে রায়াপ্পানের বুকে ঘুষি মারে ড্যানিয়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
ঘটনার পরেই অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ।