তীব্রগতিতে ছুটে চলা বিজেপি সাংসদের (BJP MP Harish Dwivedi) কনভয়ের সামনে পড়ে গিয়েছিল বছর নয়ের অভিষেক রাজভর। তারপরেই তাকে পিষে দেয় সাংসদ হরিশ দ্বিবেদীর কনভয়। শনিবার এই দুর্ঘটনায় জখম ওই স্কুলছাত্রকে হাসপাতালে UP Hospital) নিয়ে গেলে মৃত্যু হয় নাবালকের। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ির ক্ষতি পরখ করতেই ‘ব্যস্ত’ ছিলেন হরিশ দ্বিবেদী (Harish Dwivedi)। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। রবিবার ওই সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ (UP Police)। যদিও তাতে সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের।
জানা গিয়েছে, শনিবার যোগীরাজ্যের (Uttar Pradesh Car Accident) বস্তি জেলায় বসিয়া গ্রামে সাংসদের কনভয়ের ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নিলেও কোনও সাহায্য করেননি সাংসদ, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। লখনউয়ের এক হাসপাতালে ভর্তির পর সেখানেই মারা যায় ওই স্কুলছাত্র।
আরও পড়ুন- Dengue Death in West Bengal: 'ও ছাড়া আমার আর কেউ নেই', রাজ্যে ফের ডেঙ্গির হানা, মৃত ভাটপাড়ার তরুণ
অভিষেক রাজভরকে নিজের গাড়ির নীচে পিষে মারার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে। দুর্ঘটনার ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দু’টি এসইউভি গাড়ির মাঝে দাঁড়িয়ে বস্তি সদর লোকসভা কেন্দ্রের সাংসদ (BJP MP Harish Dwivedi)। দুর্ঘটনার পর স্কুল ছাত্রের দিকে ভ্রুক্ষেপ না করেই তিনি একটি এসইউভি-র ক্ষতিগ্রস্ত বাম্পার খতিয়ে দেখছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই হরিশ দ্বিবেদীর গ্রেফতারির দাবি করে নাবালকের পরিবার। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা (Editorji Bangla)।