বিয়ের আগে হবু বর ও কনেকে নিয়ে শুট এখন অতি জনপ্রিয় একটি ট্রেন্ড।বিভিন্ন পোজে, নানারকম পোশাকে এবং চাকচিক্যের ব্যাকগ্রাউন্ডের মাধ্য়মে বিয়ের সেলিব্রেশনের স্পিরিটটা ধরা থাকে এই ধরনের শুটে। এছাড়াও, নববধূদের জন্য ব্রাইডাল শুটও (Bridal shoot in Kerala) অতি জনপ্রিয় এখন। কিন্তু, এবার সেখানেই চমক দিলেন কেরালার এক তরুণী। বেছে নিলেন চিরাচরিতের একেবারে বিপরীতে গিয়ে এক অন্যরকম রাস্তা। আক্ষরিক অর্থেই, 'রাস্তা'ই বেছেছেন তিনি! ভাইরাল ভিডিয়োতে (Viral bridal shoot in Kerala) দেখা গেল, নববধূর সাজে হেঁটে আসছেন খানাখন্দে ভরা রাস্তা দিয়েই!
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলের, ভাইরাল হল রাজস্থানের ভিডিও
এলাকার রাস্তার সমস্যা জনসমক্ষে তুলে ধরার জন্য, ওই মহিলা এবং ফটোগ্রাফার দুজনেই গর্তে ভরা রাস্তায় ফটোশুট (Viral bridal shoot) করার সিদ্ধান্ত নেন। একটি সুন্দর লাল শাড়ি পরে ওই মহিলা অতি উৎসাহ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয় সেই ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেছে অ্যারো ওয়েডিং কোম্পানি। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ৪ মিলিয়নেরও বেশি ভিউ পেয়ে দ্রুত ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা (Netizens) সৃজনশীলতার প্রশংসা করেছেন এবং কমেন্ট বিভাগে তাঁদের চিন্তাভাবনা প্রকাশ করেছেন। কেউ কেউ কেরালার রাস্তার অবস্থা নিয়ে মজা করতেও ছাড়েননি!