কার্যত রণক্ষেত্র মণিপুর। হিংসা যেন থামার নাম করছে না। এরমধ্যেই একটি মুদির দোকানে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক বিএফএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটিতে দেখা গিয়েছে,ইউনিফর্ম পরা এক ব্যক্তি এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করছে। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। একটি জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ২০ জুলাই ইম্ফলে ঘটেছিল। বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
Parliament: স্বপরিবারে সংসদ ভবনে সুকান্ত মজুমদার, ছোট্ট মেয়েকে কী উপহার দিলেন প্রধানমন্ত্রী?
মে মাসের গোড়া থেকেই মণিপুরের পরিস্থিতি ক্রমশ খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না সেনারাও। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুই মহিলাকে। অভিযোগ গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।