চাকরির দায় বড় দায়! বিশেষ করে ভারতের মত দেশে, যেখানে একটি চাকরির জন্য দিনের পর দিন ধরে লাইনে দাঁড়াতে হয় যুবসমাজকে। এর মধ্যেই বহুপ্রার্থী অসৎ ও অভিনব উপায় (Railway exam) অবলম্বন করে উত্তীর্ণ হওয়ার চেষ্টাও করে। রেলের পরীক্ষায় পাশ করতে তেমনই অভিনব পদ্ধতির আশ্রয় নিতে (cheating in exam) দেখা গেল এক চাকুরিপ্রার্থীকে। অভিযোগ, পরীক্ষা দিতে রাজ্যগুরু গুপ্ত নামের এক ভুয়ো পরীক্ষার্থীকে ভাড়া করেন চাকরিপ্রার্থী মুকেশকুমার শম্ভুনাথ।
পুলিশ জানিয়েছে, মেধাবী রাজ্যগুরুকে ভাড়া করে পরীক্ষায় (Cheating in Railway exam) পাশ করার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন মুকেশকুমার! এ যেন 'থ্রি ইডিয়টস' সিনেমার গল্প! ফুংসুক ওয়াংড়ুকে যেভাবে নিজের নামে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার জন্য স্কুলে পাঠিয়েছিলেন রাঞ্চোরদাস চাঁচোড়!
আরও পড়ুন: বাঁশদ্রোণীর ফ্ল্যাটে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের
যাতে তিনি বায়োমেট্রিক (Biometric exam) পরীক্ষায় ধরা না পড়েন, তা নিশ্চিত করতে শম্ভুনাথ নিজের বুড়ো আঙুলের চামড়া তুলে আঠা দিয়ে লাগিয়ে দেন রাজ্যগুরুর হাতে!
যদিও, শেষমেশ ধরাই পড়ে যান ওই নকল (Cheating in Railway exam) পরীক্ষার্থী!
জানা গিয়েছে, গত ২২ অগস্ট গুজরাটের ভদোদরায় রেলের পরীক্ষা (Railway exam) চলাকালীন পরীক্ষক পরীক্ষার্থীদের হাতে স্যানিটাইজার ছেটানোর সময়েই ওই নকল পরীক্ষার্থীর বুড়ো আঙুলে আঠা দিয়ে লাগানো চামড়া খুলে পড়ে যায়!
লক্ষ্মীপুরা থানায় অভিযোগ দায়ের করেন পরীক্ষাকেন্দ্রের আধিকারিকরা। দুই অভিযুক্তের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুই ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।