সেতু নির্মাণের কাজ চলাকালীন গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে মহারাষ্ট্রের থানেতে মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের। গুরুতর যখন ৩ জন, নিখোঁজ প৮ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বাংলার দুই পরিযায়ী শ্রমিকেরও। কাজের খোঁজে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তাঁরা, কিন্তু আর ফেরা হল না ধুপগুড়িরর পশ্চিম ডাউকিমারির বাসিন্দা গণেশ রায় এবং উত্তর কাঠুলিয়ার বাসিন্দা প্রদীপ রাযের। তাঁদের একজনের বয়স ৩৬ এবং একজনের বয়স ৩৮।
Bengal Panchayat Election: মক্কায় বসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা, ভবানীভবনে তৃণমূল প্রার্থী
প্রিয়জনদের হারিয়ে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি একমাত্র উপার্জিত ব্যক্তির মৃত্যুতে গোটা পরিবারের ভবিষ্যৎ ও ঢলে পড়েছে অনিশ্চয়তার দিকে।
থানের শাহপুরে সম্রুদ্ধি এস্কপ্রেস হাইওয়ের তৃতীয় দফার কাজ চলছিল, সে সময়ই দুর্ঘটনা ঘটে। এখনও একাধিক মানুষের ওই নির্মিয়মান সেতুর তলায় আটকে থাকার আশঙ্কা। সেতুর কাজ চলাকালীন ১০০ ফুট উঁচু থেকে যন্ত্রটি পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।