মুম্বইয়ের লালবাগ এলাকায় উদ্ধার করা হল এক মহিলার পচাগলা দেহ। ৫৩ বছর বয়সী ওই মহিলার দেহ মোড়া ছিল প্লাস্টিকের ব্যাগে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃত মহিলার ২২ বছর বয়সী কন্যাকে।
ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কীভাবে ঘটল ওই মহিলার মৃত্যু, কারাই বা জড়িত এর সঙ্গে, তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।