দিল্লিগামী বিমানে ফের সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক মত্ত যাত্রীর বিরুদ্ধে । নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটেছে । ইতিমধ্যেই ওই অভিযুক্ত যাত্রীকে হেফাজতে নিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনী । গত ছ'মাসে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল ।
জানা গিয়েছে, রবিবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের এএ-২৯২ বিমানটি নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় । ওই বিমানেই এক মত্ত যাত্রী তাঁর সহযাত্রী গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ । বিমানটি দিল্লিতে পৌঁছতেই ওই অভিযুক্ত যাত্রীকে সিআইএসএফ বাহিনী নিজেদের হেফাজতে নেয় ।
উল্লেখ্য, আগে নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা দুটি বিমানে প্রস্রাবকাণ্ড ঘটেছে । দু'টি ঘটনার ক্ষেত্রেই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল ।