মুম্বইয়ের ব্যস্ত রাস্তা । সেইসঙ্গে বৃষ্টি । এমন সময় হঠাৎ-ই রাস্তার মাঝে দেখা গেল একটি ঘোড়া । তাতে বসে রয়েছেন ফুড ডেলিভারি বয় । নিজের বাইক নয়, বরং বৃষ্টির মধ্যে ঘোড়ার পিঠে চড়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন তিনি । সেরকমই একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ।
মুম্বইয়ে ভারী বৃষ্টি চলছে । ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে । বাইক নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে । কিন্তু খাবার তো ডেলিভারি করতেই হবে । এটাই তো তাঁর রুজি রোজগার । শেষে,ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারির কথা মাথায় আসে তাঁর । যেমন ভাবা, তেমন কাজ । জমা জলে যাতে নিজের কাজে ব্যাঘাত না ঘটে, তাই ঘোড়ায় চড়েই (horse riding) খাবার ডেলিভারি শুরু করলেন।
এই ভিডিও মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেটদুনিয়ায় । তাঁর এই আজব কাণ্ডে অবাক নেটিজেনরাও । একজন তো আবার লিখেছেন, 'একেই বলে শাহী ডেলিভারি।'