খুবলানো দু'টি চোখ, কাদার মধ্যে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত শরীর । ফের নৃশংস ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুরে । সম্প্রতি, সেখানে এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে, ওই নাবালিকা বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন । ঘটনার তদন্তে নেমে পুলিশ কাদার মধ্যে থেকে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে । লখিমপুরের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে খবর, রবিবার নিখোঁজ হয় ওই নাবালিকা । তাঁর পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয় । তারপরই নাবালিকার দেহ উদ্ধার করেন তাঁরা । পুলিশ জানিয়েছেন, নাবালিকার শরীরে সাতটি ক্ষত রয়েছে । চোখ দু’টি শক্ত কিছু দিয়ে খুবলে নেওয়া হয়েছে বলে অনুমান । পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, দেহটি মনয়াতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলেই বিষয়টা স্পষ্ট হবে । ঘটনার তদন্ত চলছে জোরকদমে । শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ।