মাঙ্কি ভাইরাস (Monkey Pox) কি এবার ভারতেও থাবা বসাল? এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মাঙ্কি পক্সের একাধিক উপসর্গ থাকায় উত্তরপ্রদেশের এক নাবালিকার নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
উত্তরপ্রদেশের বাসিন্দা বছর পাঁচেকের শিশুটির শরীরে সম্প্রতি ব়্যাশ বেরিয়েছে, সেই সঙ্গে রয়েছে চুলকানি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির আর কোনও সমস্যা নেই। কিন্তু তবু তাঁরা কোনও ঝুঁকি নিচ্ছেন না। যেহেতু মাঙ্কি পক্সের সঙ্গে উপসর্গগুলির মিল রয়েছে, তাই শিশুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, শিশুটির বিদেশ ভ্রমণ করেনি। বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেনি।
WHO on Monkey Virus:মাঙ্কি ভাইরাস সংক্রমণ হিমশৈলের চূড়া নয় তো? উদ্বিগ্ন ‘হু’
উল্লেখ্য, কোভিড অতিমারীর দাপট পুরোপুরি কাটার আগেই মাঙ্কি ভাইরাস সংক্রমণে জেরবার ইউরোপের বিভিন্ন দেশ। সংক্রমণ ছড়িয়েছে আমেরিকাতেও। যদিও সরকারি তথ্য অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত কারও মাঙ্কি ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নেই। তবে আগাম সতর্কতা হিসেবে মাঙ্কি ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক।
মাঙ্কি ভাইরাসে কেউ সংক্রমতি হলে তাঁর ত্বকে র্যাশ হবে, কনজাংটিভাইটিস, মুখের আলসার এবং জ্বর ইত্যাদি উপসর্গ দেখা যাবে। কোনও ব্যক্তি যদি মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়়িয়েছে এমন দেশগুলিতে ২১ দিনের মধ্যে গিয়ে থাকেন এবং তাঁর শরীরে র্যাশ বের হয় তাহলে তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।