মাস আটেক আগে এক দম্পতি তাদের ৬ বছরের সন্তানকে নিয়ে এসেছিলেন হায়দরাবাদের এক হাসপাতালে। তাঁদের একমাত্র সন্তান মনু ভুগছিল ক্যানসারে। মনুর চিকিৎসার দায়িত্ব ছিল চিকিৎসক সুধীর কুমারের উপর। সেই সময় দম্পতি যেন মনের দিক থেকে প্রস্তুতই ছিলেন। চেম্বারে ঢোকার আগে দম্পতির চিকিৎসকের কাছে কাতর অনুরোধ ছিল, “ডাক্তারবাবু, আমার ছেলে মনু। বাইরে অপেক্ষা করছে। ওর ক্যানসার হয়েছে। কিন্তু আমরা ওকে জানাইনি। দয়া করে আপনি ওকে এ বিষয়ে কিছু বলবেন না।” কথা রেখেছিলেন ডাক্তারবাবু।
তবু ছোট্ট মনু ইন্টারনেট ঘেঁটে তখনই জেনে ফেলেছে তার আয়ু আর মাত্র ৬ মাস। বাবা মায়ের মতো তারও আবেদন ছিল, 'বাবা মাকে জানাবেন না প্লিজ'। কিন্তু মনুর কথা রাখতে পারেননি চিকিৎসক। তার বাবা মাকে সুধীর বাবু জানিয়েছিলেন শেষ কটা দিন ওকে সময় দিতে। আট মাস পরেই মনুর বাবা-মাকে দেখে চিকিৎসক জানতে চান মনু কেমন আছে? দম্পতি বলেন, “আজ এক মাস হল ও আমাদের ছেড়ে চলে গিয়েছে।” অপ্রস্তুত উত্তর শুনে তখন চুপ চিকিৎসক। এই ঘটনা পরে নিজেই টুইটে জানান চিকিৎসক।