জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার নদীর ওপরের সেতু ভেঙে পড়ল। গুরুতর আহত হলেন দুজন ট্রাক চালক। সোমবার এই কথা জানান জেলার পুলিশ আধিকারিক। পুলিশ জানায়, রবিবার রাজৌরি জেলার নিকটবর্তী বদোরা নদীর ওপরের সেতুটি যা মাহোরে ও চাসান্নাকে জুড়ে দিয়েছে, সেটি ওই ভারবাহী ট্রাকদুটির ওজনের চাপে ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে খরস্রোতা নদীর জলে পড়ে যায় ওই দুটি ট্রাক। গুরুতর জখম হন রাজৌরি জেলার বাসিন্দা দুই ট্রাক চালক আমজিদ খান ও শওকত আলি।
ইতিমধ্যেই ওই দুই ট্রাকচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ভেঙে পড়ল সেতুটি তা খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল।