অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন কেরলের এক তরুণী। সেই বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর তাঁর মৃত্যু হয়। বিরিয়ানি খেয়েই মৃত্যু হয়েছে তরুণীর এমনই অভিযোগ তুলছেন মৃতার পরিবার। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কেরলের কাসারগড় জেলার।
পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর রাতে হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন তরুণী। কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার পরেই সে অসুস্থ হয়ে যায়। তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। তবুও শেষ রক্ষা হয়নি। তরুণীর মৃত্যুর পরই কাসারগড়ের ওই হোটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার।