ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত মাওবাদী নেতা কমলেশ। শুক্রবার ছত্তীসগঢ়ের বস্তার অঞ্চলের সুকমা জেলার গাদিরস থানা এলাকায় গুলির লড়াইয়ে মারা যান ওই মাওবাদী নেতা। ওই নেতার মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা।
বস্তার অঞ্চলের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, ‘‘শুক্রবার সকাল ১০টা নাগাদ মাওবাদীদের একটি দলের সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানদের গুলির লড়াই হয় বোরাপাড়া জঙ্গলে। এরপর আমরা এক মাওবাদীর দেহ উদ্ধার করেছি। নিহতকে কমলেশ বলে চিহ্নিত করা হয়েছে। তিনি সিপিআই (মাওবাদী)-র দরভা অঞ্চলের মালেঙ্গার এরিয়া কমিটির সদস্য ছিলেন।’’
আরও পড়ুন- Udaipur Murder Case Update: উদয়পুরে দর্জি খুনের ঘটনায় গ্রেফতার আরও ২, ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দান্তেওয়াড়ায় দেঙ্গা দেবা ওরফে মহাঙ্গু দেবা নামে এক মাওবাদী নেতা গুলির লড়াইয়ে নিহত হন। তিনি কাটেকল্যাণ এরিয়া কমিটির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে ১৮টি নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল বলেই দাবি পুলিশের।