ভয়াবহ আগুন লেগে গেল হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের একটি বহুতল শপিং কমপ্লেক্সে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৬ জন। উদ্ধার করা হয়েছে ৭ জনকে। পুলিশের তরফে জানা গিয়েছে, কয়েক ঘণ্টার চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্বপ্নলোক কমপ্লেক্স নামে ওই বহুতলের পাঁচ তলায় প্রথম আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে পুলিশ এবং দমকল জানতে পেরেছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে অনুসন্ধানের কাজ শুরু হয়েছে।
রাত ১১টা নাগাদ দমকলের ১৩টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সময় ওই শপিং কমপ্লেক্সের ভিতরেই কমপক্ষে ১৩ জন আটকে পড়েন। তাদের উদ্ধার করার চেষ্টা করা হলেও, অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজনই মহিলা ছিলেন বলে জানা গিয়েছে, তাদের সকলেরই বয়স ২২ বছর।