সদ্যজাত শিশুকে (New Norn Baby) মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। দেওয়া হয়েছিল কবরও। কিন্তু এক ঘণ্টা পর কবর থেকেই জীবন্ত উদ্ধার করা হল ওই সদ্যজাতকে। সোমবার এই রোমহর্ষক ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রামবান জেলায়। ঘটনায় বরখাস্ত করা হয়েছে দুই নার্সিং স্টাফকে।
সরকারি হাসপাতালে সোমবার সকালে একটি শিশুকন্যার জন্ম দেন শামিমা বেগম। তাঁর স্বামী বাশরাত আহমেদ গুজ্জার। সদ্যজাতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২ ঘণ্টা ওই সদ্যজাতকে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। গাফিলতির অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় পঞ্চায়েত প্রধান মনজুর আলিয়াস ওয়ানি।
আরও পড়ুন: কে ফোন করেছে এবার সহজেই জানা যাবে, ট্রাই-এর নয়া উদ্যোগ
বাশরাত ও শামিমা ঠিক করে, ওই সদ্যজাতকে স্থানীয় হোলান গ্রামে কবর দেবেন। সেই পরিকল্পনা মাফিক একটি গোরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে ফের কবর খুঁড়ে ওই সদ্যজাতের দেহ বের করে পরিবার। কিন্তু কবর খুঁড়তেই দেখা যায়, ওই সদ্যজাত বেঁচে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় ওই পরিবার। প্রাথমিক চিকিৎসার পর ওই সদ্যজাতকে শ্রীনগরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।