জন্মের পর মাতৃগর্ভের উত্তাপের সঙ্গে পারিপার্শ্বিকের ভারসাম্য রাখতে কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট শিশুটির জন্য ওয়ার্মার ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে পারিপার্শ্বিক তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে সদ্যোজাত। এবার সেই ওয়ার্মার গরম হয়েই মৃত্যু হল শিশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলায়। মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালে নবজাতকদের আইসিইউ-তে বুধবার সকালে মৃত্যু হয়েছে এক সদ্যোজাত শিশুকন্যার।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির বয়স হয়েছিল মাত্র ২১ দিন। তার ওজন কম থাকায় গত ৫ অক্টোবর শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসকদের নজরাধীন ছিল একরত্তি। মঙ্গলবার রাতে শিশুটিকে ওয়ার্মারের সহায়তা দেওয়া হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়। ওয়ার্মারের উত্তাপ বেশি হয়ে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে অনুমান। শিশুটির মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তদন্ত কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।