সঙ্গীতপ্রেমীদের কাছে এ আর রহমানের স্থান একদম সামনে। যাঁর গলার জাদুতে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু চেন্নাইয়ে কনসার্টের পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভক্তরা। রবিবারের ওই কনসার্ট অনেকের কাছেই দুঃস্বপ্ন বলে জানিয়েছেন।
রবিবার চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে এ আর রহমানের একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার ভক্ত। অভিযোগ, দু হাজার টাকার টিকিট কেটেও অনেকেই ভিতরে ঢুকতে পারেননি। এমনকী, অনেকে আবা ভিতরে ঢুকলেও অনেকে বসার কোনও আসন পাননি।
Read More- ঋষিতে মুগ্ধ নেট দুনিয়া, কী করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই। সেখানে দেখা গিয়েছে গেটের সামনে লোকারণ্য। পার্কিং লট মূল অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। ফলে অনুষ্ঠান মঞ্চে ঢোকার ডন্য দীর্ঘ পথ হাঁটতে হয়েছে। এমন অব্যবস্থার জন্য অনুরাগীরা ক্ষুব্ধ। এ আর রহমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।