ভরা বিয়ের বাজারে নতুন একটি তথ্য নিয়ে হাজির হল ম্যাট্রিমনি ওয়েবসাইট জীবনসাথী ডট কম। ২০২২ সালে ভারতে বিয়ের বাজারে বিয়ের পাত্র হিসাবে সবথেকে বেশি 'চাহিদা' ছিল পেশায় সফটওয়্যার প্রফেশনাল এমন পুরুষদের।
একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, শিক্ষকদের তুলনায় ৫.৯৭ গুণ বেশি বিবাহপ্রস্তাব পেয়েছেন সফটওয়্যার প্রফেশনালরা। শিক্ষকদের পরেই এই তালিকায় রয়েছেন ব্যাঙ্কের চাকুরেরা। তারপর এইচআর, শিকিৎসক, কনসালট্যান্ট, মার্কেটিং-এর পেশাদার, অধ্যাপক- তালিকাটা বেশ দীর্ঘ। তবে, সবাইকে যেন হেলায় টপকে গিয়েছেন সফটওয়্যার প্রফেশনালরা।
এই সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, বিয়ের গড় বয়সও আগের থেকে খানিকটা বেড়েছে। অধিকাংশ পুরুষই ৩০-৩৩ বছরের মধ্যে বিয়ে করছেন।
উল্লেখ্য, বিয়ে করে পরিবারের ওপর অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করার থেকে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে সেই অর্থেই বিয়ে করতে বেশি স্বচ্ছন্দ নতুন প্রজন্ম।