গত ৬ মাসে দেশে সবচেয়ে কমেছে বেকারত্বের হার। বেসরকারি সংস্থা, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-র সাম্প্রতিক রিপোর্টে সেরকমই দাবি। সেই রিপোর্ট মাফিক, জুলাই মাসে সামগ্রিক বেকারত্বের হার কমে ৬.৮০% হয়েছে। এটি জুনের তুলনায় ১% কম।
গ্রামীণ ভারতে, বেকারত্বের হার জুলাই মাসে ৬.১৪%-এ নেমে এসেছে।জুনে যা ছিল ৮.০৩%। জুলাইয়ের শেষে স্বাভাবিকের তুলনায় ৯% বেশি বৃষ্টিপাতের কারণেই এটি হয়েছে বলে মনে করা হচ্ছে। জুন মাসে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় গ্রামীণ বেকারত্বের হার বেড়েছিল।
Napping Habits : দিনের বেলায় যখন-তখন ন্যাপ নেওয়ার অভ্যেস ? কোন অসুখ ডেকে আনছেন জানেন কি?
জুন মাসে ভারতীয় উপমহাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আবির্ভাবের ফলে খরিফ শস্য বোনার কাজ চলে। বৃষ্টিপাতের উপর নির্ভরশীল গ্রামীণ অর্থনীতিতে তার প্রভাব পড়ে।
শহরাঞ্চলে অবশ্য, জুলাই মাসে বেকারত্ব বেড়ে ৮.২১% হয়েছে। জুনে এটি ৭.৩০% ছিল।
সম্প্রতি অবশ্য, দেশে ১৫-২৪ বছর বয়সিদের বেকারত্ব নিয়ে বিশ্ব ব্যাঙ্কের প্রকাশ করা পরিসংখ্যান ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। বিশ্ব ব্যাঙ্কের একটি রিপোর্টে বলছে, ভারতে ২০২১ সালে ১৫-২৪ বছরের যুবক-যুবতীদের বেকারত্ব ছিল ২৮.৩%। সময়ের সঙ্গে বেকারত্বের অনুপাতক্রমাগত বেড়েছে।