চার রাজ্য ঘুরে, প্রায় ২০০০ কিমি পথ পেরোলো এক পরিযায়ী বাঘ। নিজের এলাকায় খাদ্য-বাসস্থানের সমস্যা ছিল না। না ছিল এলাকা দখলের লড়াই। তবুও বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না মহারাষ্ট্রের বিদর্ভ ব্রহ্মপুরী বনাঞ্চলের ওই বাঘটিকে। তার গলায় পরানো ছিল না রেডিও কলার , সেকারণে তাঁর অবস্থান ও চিহ্নিত করা যাচ্ছিল না। অবশেষে তাঁর খোঁজ মিলেছে ওড়িশার মহেন্দ্রগিরি সংরক্ষিত বনাঞ্চলে, সারা গায়ের স্ট্রাইপ দেখে তাঁকে চিহ্নিত করা গিয়েছে।
Jeetu Kamal : মান্নান’এর জন্যে চোখের জল পড়বেই, জিতের 'মানুষ' জিতু ছাড়া অসম্পূর্ণ?
বন্যপ্রাণ বিশেষজ্ঞরা, প্রাথমিক ভাবে মনে করছেন সঙ্গিনীর খোঁজেই এই পথ অতিক্রম করেছে ওই বাঘ বাজাজি। এর আগেও এমন ঘটনা ঘটেছিল , বিদর্ভেরই টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে সঙ্গিনীর খোঁজে ৩০০০ কিমি পাড়ি দিয়েছিল একটি বাঘ। অর্থাৎ এর নিরিখে, এটিই দ্বিতীয় সর্বোচ্চ পথ পেরিয়ে আসা পরিযায়ী বাঘ।