বাইক চালাতে গিয়ে রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন এক বৃদ্ধ। এরপরে এমন ঘটনা আর কারও সঙ্গে যাতে না ঘটে, তার জন্য নিজের উদ্যোগে নুড়ি-কাঁকর, বালি, সিমেন্ট জোগাড় করে ওই বড় গর্ত বুজিয়ে দিল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পণ্ডিচেরিতে। জানা গিয়েছে, পণ্ডিচেরির সেন্ধানাথমের রাস্তার ওই গর্তে চাকা পড়ে গিয়ে দাদুর দুর্ঘটনা ঘটার পরেই ১৩ বছর বয়সী মাসিলামনি এই কাজটি শুরু করে।
মাসিলামনির এই উদ্যোগের কথা প্রকাশ্যে আসার পরেই চারপাশের সকলেই প্রশংসায় ভরিয়ে দেয় ১৩ বছরের কিশোরকে। এলাকার প্রাক্তন বিধায়কের কাছ থেকে সম্মান গ্রহণ করার সময় মাসিলামনি জানায়, "আমার একটা উদ্দেশ্য ছিল। আমার দাদুর মতো আর কেউ কখনও যেন এভাবে দুর্ঘটনার কবলে না পড়ে"।
উল্লেখ্য, পণ্ডিচেরি-পথুকান্নু রুটের রাস্তার অবস্থা গত ৭ বছর ধরেই তথৈবচ। বহু অভিযোগের পরেও কোনও সুরাহা হয়নি। স্থানীয়দের আশা, ১৩ বছরের কিশোরের এই উদ্যোগ দেখে হয়তো এবার টনক নড়বে প্রশাসনের।