ভয়াবহ তুষারধস জম্মু-কাশ্মীরের সোনমার্গে (Sonamarg)। সোনমার্গের বালতাল, জজিলা এলাকা প্রবল তুষারধসের ছবি প্রকাশ্যে এসেছে। এখনও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই।
সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, উঁচু গাছের মাথার উপর দিয়ে দ্রুতগতিতে তুষারের মেঘ নামছে। মুহূর্তেই চারপাশ তুষারের সাদা চাদরে ঢেকে যেতেও দেখা যায়। তুষারধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: জোশীমঠের ৮২ কিলোমিটার দূরের শহরেও একাধিক বাড়িতে ফাটল, তলিয়ে যাচ্ছে কর্ণপ্রয়াগও?
বুধবার মৌসম ভবন পূর্বাভাস দেয়, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে ১২ ও ১৩ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে তুষারপাত হবে। কাশ্মীরের বহু জায়গা হিমাঙ্কের নিচে নেমে গেলেও তুষারপাতের দেখা পাওয়া যায়নি।