কনফার্ম টিকিট নিয়ে ভারতীয় রেলের যাত্রীদের দুশ্চিন্তার শেষ নেই। এবার সেই টেনশন লাঘব করার উপায় এসে গেল! যাত্রীদের নামের ওয়েটিং লিস্টকে ঠিক করার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বিশেষ AI সফটওয়্যার বানানো হয়েছে। সোমবারই এই সফটওয়্যারের সফল ট্রায়ালও করে ফেলেছে রেল। সবকিছু ঠিকঠাক চললে কনফার্ম টিকিট নিয়ে যাত্রীদের দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
এই নতুন সফটওয়্যারের মাধ্যমে ওয়েটিং লিস্টের পরিমাণ ৫ থেকে ৬ শতাংশ কমিয়ে দেওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। রেলের অভ্যন্তরীণ রেলওয়ে ইনফর্মেশন সেন্টারের মাধ্যমে এই বিশেষ অ্যাপটিকে চালনা করা হবে বলে জানা গিয়েছে।