সদ্যজাত শিশুর দেহ টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তার কুকুর। কর্নাটকের শিবমোগার সরকারি হাসপাতালে দেখা গেল এমন শিউড়ে ওঠার মতো দৃশ্য। জানা গিয়েছে, ওই সরকারি হাসপাতালের এক নিরাপত্তারক্ষীর চোখে প্রথম পড়ে ওই দৃশ্য। তিনি তড়িঘড়ি কুকুরটিকে তাড়িয়ে দিয়ে সদ্যজাতকে উদ্ধার করেন। তবে, ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে। প্রসূতি ওয়ার্ডের সামনে থেকে দেহটি টানতে টানতে কুকুরটি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
যদিও, শিশুটির আগেই মৃত্যু হয়েছিল নাকি কুকুরটি টেনে আনার পরে তার মৃত্যু হয়, সেই তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, শিবমোগা জেলার মেডিক্যাল অফিসার রাজেশ সুরাগিহাল্লির কথায়, ওই সদ্যজাত'র জন্ম হয়নি ওই হাসপাতালে। তাঁর আরও দাবি, ওই সদ্যজাত শিবমোগার সরকারি হাসপাতালে ভর্তিও ছিল না। তিনি জানিয়েছেন, ঘটনার দিনে মোট ৩ জন শিশুর জন্ম হয়েছিল ওই হাসপাতালে। যারা সকলেই সুস্থ আছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তাদের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শিশুটির মৃত্যুর আসল সময় জানা যাবে ময়নাতদন্তের পরে।