ছাত্রকে মারধর । তারপর স্কুলের দোতলা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ । ঘটনায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে । কর্নাটকের (karnataka) একটি সরকারি স্কুলে এমন ঘটনা ঘটেছে । অভিযুক্ত শিক্ষক পলাতক (Karnataka Crime News)।
মৃত ছাত্রের নাম ভরত । গদগ জেলার হাদালি গ্রামে আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ভরত । পুলিশ সূত্রে খবর, প্রথমে ভরতকে বেলচা দিয়ে মারধর করে অভিযুক্ত শিক্ষক মুথাপ্পা । তারপর তাকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । মৃত ছাত্রের মা-কেও নাকি মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে । স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেশায় শিক্ষক গীতা বারকারকে ।
আরও পড়ুন, West Bengal Weather Update: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, আবহাওয়া বদল বড়দিনে
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে । অভিযুক্ত শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।