বিহার পৌরসভা নির্বাচনে গয়ার জনতা দিলেন অভূতপূর্ব রায়। ৪০ বছর ধরে গয়া পুর এলাকায় ঝাড়ু দেওয়ার কাজ করতেন চিন্তা দেবী। মাথায় করে ময়লা বহন করতেন। জায়গা থাকত সবসময় ঝাঁ-চকচকে। তাঁকেই ডেপুটি মেয়রের কুর্সিতে বসালেন জনতা। তাঁর প্রতিপক্ষ নিকিতা রাজাককে ২৭ হাজারের বেশি ভোটে হারিয়েছেন চিন্তা দেবী।
Air India Incident: মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করে কান্নায় ভেঙে পড়েছিলেন, কে এই শঙ্কর মিশ্র?
গত কয়েকবছর ধরে গয়াবাসীকে পরিচ্ছন্নতার পাঠ দিয়ে চলেছেন চিন্তা দেবী৷ গয়ার প্রাক্তন ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তব বলেন, ডেপুটি মেয়র পদে নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন চিন্তা দেবী। বর্তমানে সবজি বিক্রেতা ছিলেন চিন্তা দেবী। তার প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা দেখে তিনি আপ্লুত।