স্কুলে এসেছিলেন নেশা করেই। যার জেরে ক্লাসের মধ্যেই বেহুঁশ হয়ে পড়ে রইলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।
জানা গিয়েছে, নিয়মিত মদ্যপান করে স্কুলে যেতেন অভিযুক্ত ওই শিক্ষক। তার প্রতিবাদও করেন পড়ুয়া এবং অভিভাবকরা। সম্প্রতি ফের নেশা করে স্কুলে গিয়েছিলেন তিনি। সেদিন নেশার পরিমাণ এতটাই বেশি ছিল যে ক্লাসের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন। ধাক্কা দিয়েও তাঁকে তোলা সম্ভব হয়নি।
নেশাগ্রস্থ অবস্থার সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ঘটনার বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর কঠোর শাস্তির দাবি করেন।
এপ্রসঙ্গে জেলা শিক্ষা আধিকারিক অলোক সিং জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি।