Ranthambore Tiger : স্বভাবে 'উগ্র', মানুষখেকো বাঘের যাবজ্জীবন কারাদণ্ড রণথম্বোরে

Updated : Aug 30, 2022 16:03
|
Editorji News Desk

মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু কোনওদিন শুনেছেন বাঘের (Tiger) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ? অবাক হচ্ছেন ? এমনই ঘটেছে রণথম্বোরের জাতীয় উদ্যানে (Ranthambore National Park) । সেখানেই 'অতি উগ্র স্বভাব'-এর একটি বাঘকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে । তাকে আজীবন খাঁচাবন্দী (Tiger to be caged for life) করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 

ওই বাঘের কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন । বন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ২০১৯ সালেই বন্দি করা হয় বাঘটিকে । কিন্তু, বন্দি হয়েও স্বভাবে কোনও পরিবর্তন আসেনি । জাতীয় উদ্যানের কর্মীরা জানিয়েছেন,বাঘটি ভীষণ উগ্র স্বভাবের । কাউকে দেখলেই সহজাতভাবে তেড়ে যাওয়াই তার স্বভাব । এমনকি, অন্যান্য বাঘেদের সঙ্গেও তার লড়াই চলে । কিন্তু, তাঁর শক্তির কাছে এঁটে উঠতে পারেনি কেউই । ভয়ে কয়েকটি বাঘ নিজেদের এলাকা ছেড়ে আশ্রয় নিচ্ছিল অগভীর জঙ্গলে, জনবসতির কাছাকাছি এলাকায় । ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামের মানুষ । তাঁরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছিলেন । এরপরই বাঘটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ।

আরও পড়ুন, Tiger attack in Sundarbans: ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু, স্ত্রীর পাশ থেকে মৎস্যজীবীকে তুলে নিল বাঘ
  

বাঘ বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বাঘগুলি মিশুকে প্রকৃতির নয় । অন‌্য বাঘের সঙ্গে মিলমিশে থাকা এর স্বভাবে নেই। এরা হিংস্র প্রকৃতির এবং একা থাকতেই পছন্দ করে । তাই বাঘটিকে পরিচিত এলাকা থেকে সরিয়ে অন্যত্র নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাকে আপাতত কম পর্যটক অধ‌্যুষিত মুকুন্দ্র হিলস ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের দারা পাহাড়ি এলাকায় খাঁচাবন্দি করে রাখার কথা ভাবা হচ্ছে । এই সংক্রান্ত অনুমতিও চাওয়া হয়েছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে ।  

TigerRanthambore National Park

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর