মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ। তার জন্য কড়া আইনও রয়েছে। কিন্তু, গাড়ি চালাতে চালাতে কেউ যদি নাচে বিভোর হয়ে যায়, তাহলে? এমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের। গাজিয়াবাদের। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুজন মহিলা গাড়ি চালানোর সময় জোরে গান চালিয়ে নাচছেন সিটে বসে। যিনি গাড়ি চালাচ্ছেন, তাঁর নজরও সামনের দিকে নেই। মূল উদ্দেশ্য, সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহিন্দ্রা থর এসইউভি চালাচ্ছিলেন ওই দুই মহিলা। গাড়িটি চালানো হচ্ছিল এনএইচ নাইন দিয়ে। এই ভিডিয়োটি 'এক্স'-এ শেয়ার করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা ছিল- "ইনি নিজেও মারা যাবেন এবং অন্যের জীবনও শেষ করবেন! এইসব কারণেই দুর্ঘটনাগুলি ঘটে! এটি ৯ নম্বর জাতীয় সড়কের ঘটনা। গাজিয়াবাদ থেকে দিল্লি যাওয়ার পথে"।
নেটিজেনরাও এই ভিডিয়ো নিয়ে একেবারেই খুশি নন। একজন ইউজার লেখেন, "এই কারণেই দিনের পর দিন ধরে পথ দুর্ঘটনা এত বৃদ্ধি পেয়েছে"। অন্যান্য অনেক ইউজারও ক্ষোভপ্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।
আরেকজন মন্তব্য করেন, "আসলে এভাবেই বহু চালক গাড়ি চালান। ফোনে কথা বলতে বলতে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে এবং নানা ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে করতে। যার ফলে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটতে থাকে। এগুলো অবিলম্বে বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে ভবিষ্যতে"।
উল্লেখ্য, ইতিমধ্যেই, ওই দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।