বিহারের সহরসা জেলার এক পুলিশ অফিসার থানার মধ্যেই খালি গায়ে বসে আছেন আর তাঁর শরীর মালিশ করে দিচ্ছেন এক স্থানীয় মহিলা। এই ভিডিয়ো (Bihar viral video) সোশ্যাল মিডিয়ায় আসার পরেই ভাইরাল হয়ে যায়। তড়িঘড়ি সাসপেন্ড করা হয় শশীভূষণ সিনহা নামের ওই অফিসারকে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শশীভূষণ খালি গায়ে বসে ফোনে কারও সঙ্গে কথা বলছেন। তাঁর পিঠ ঘাড় মালিশ করে দিচ্ছেন মাথায় ঘোমটা দেওয়া একজন মহিলা।
জানা গিয়েছে, ওই মহিলা তাঁর ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য থানায় এসেছিলেন। তারপরই তাঁকে দিয়ে গা মালিশ করান শশীভূষণ।
জামিনের জন্য ১০ হাজার টাকা ওই মহিলা জোগাড় করতে পারবেন না বলে শশীভূষণ (Bihar police officer suspended) নিজেই ফোনে আইনজীবীর সঙ্গে কথা বলেন। ওই জামিনের জন্য যে তাঁর পকেট থেকেই দশ হাজার টাকা যাবে, সে কথাও ভিডিয়োতে বলতে শোনা যায় শশীভূষণকে।
আরও পড়ুন: অভিযোগপত্রে ধর্ষণের ধারাও যুক্ত করা হয়নি,প্রয়াগরাজ-কাণ্ডে NHRC কে নালিশ তৃণমূলের
ভিডিয়োটিতে অন্য এক মহিলাকেও চেয়ারে বসে থাকতে দেখা যায়।
পুলিশের উপর মহলে সেই ভিডিয়ো (Bihar viral video) পৌঁছতে শশীভূষণকে সাসপেন্ড করা হয়। সহরসার পুলিশ সুপার লিপিকা সিংহ জানিয়েছেন, ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।