দেশের একাধিক স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো, পড়ুয়া, যথেষ্ট শিক্ষক থাকা সত্ত্বেও লেখাপড়া কিছুই হয় না। কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হয় তা এবার প্রমাণ হল মহারাষ্ট্রের গ্রামের একটি স্কুলে। সেখানের একটি স্কুলে মাত্র একজনই ছাত্র আর কেবলমাত্র তার জন্যই রয়েছেন একজন মাত্র শিক্ষক। তিনিই ওই পড়ুয়াকে সমস্ত বিষয় পড়ান।
Aleida Guevara: মানুষের পাশে দাঁড়ানোর নেশায় দেশে-দেশে ঘুরেছেন চে গেভারার চিকিৎসক কন্যা অ্যালেইদা
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, মহারাষ্ট্রের গণেশপুর গ্রামের ওই স্কুলে একজনের জন্যই রয়েছে ‘মিড ডে মিলের’ ব্যবস্থাও। সবচেয়ে ছোট গ্রাম হওয়ায় গ্রামে রয়েছে একটিই জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়। স্কুলে পড়ানো হয় প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত। ছোট গ্রামে একজনের বেশি পড়ুয়া নেই। কিশোর মানকার নামের ওই স্কুলের শিক্ষক জানান, একজন পড়ুয়াও যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্যই সমস্ত নিয়ম মেনেই চলে মহারাষ্ট্রের গণেশপুরের এই প্রাথমিক বিদ্যালয়। বিগত দুই বছর ধরে স্কুলের একমাত্র পড়ুয়া কার্তিক।