সাইবার অপরাধীদের পাল্লায় পড়ে সর্বস্ব খোয়ানোর উদাহরণ খুব কম নয়। তবে, সম্প্রতি পুনের একটি ঘটনায় চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুনের মোশি এলাকার এক মহিলা কেক অর্ডার করেছিলেন অনলাইনে। কেকটির দাম ছিল ৪০০ টাকা। সেই দাম মেটাতে গিয়ে তিনি খোয়ালেন ১ লক্ষ ৬৭ হাজার টাকা! সোমবার এমআইডিসি ভোসারি থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
পুলিশকে তিনি জানান, গত ৪ মে একটি জন্মদিনের কেক অর্ডার করার জন্য ইন্টারনেট ঘেঁটে তিনি একটি কেকের দোকানের সন্ধান পান। তারপর সেই দোকানে অর্ডার করেন।
অভিযোগ, খানিকক্ষণ বাদে ওই দোকানের কর্মচারি পরিচয় দিয়ে একজন ফোন করেন তাঁকে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য দিয়ে সেখানে ৪০০ টাকা মিটিয়ে দিতে বলেন তিনি ওই মহিলাকে। কিন্তু, টাকার লেনদেনের সময় কিছু সমস্যা হওয়ায় দাম মেটাতে পারছিলেন না ওই মহিলা। তখন দোকানের 'কর্মচারি' বলে পরিচয় দেওয়া অভিযুক্ত একটি কিউআর কোড শেয়ার করেন তাঁর সঙ্গে।
ওই কিউআর কোডে ক্লিক করার পরেই মহিলার অ্যাকাউন্ট থেকে ২,০০০ টাকা চলে যায় জালিয়াতের অ্যাকাউন্টে। সেই কথা অভিযুক্তকে জানানোর পরে, তিনি ওই মহিলার অ্যাকাউন্টে ১০ টাকা পাঠান। আর তার মিনিট খানেকের মধ্যেই মোট ৬'টা ট্রানজাকশন মারফৎ ১ লক্ষ ৬৭ হাজার টাকা বেরিয়ে যায় মহিলার অ্যাকাউন্ট থেকে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার এস পাটিল।