দিল্লির পর এবার মহারাষ্ট্র। শ্রদ্ধাকান্ডের ছায়া একবার ফের নাড়া দিয়ে গেল রাজধানীকে। দু’টি ঘটনার নেপথ্যে রয়েছেন লিভ-ইন পার্টনার(Live-In-Partner Murdered)। একজনের দেহ মিলেছে ফ্রিজের ভিতর। অন্যজনের দেহ বিছানার গদি কেটে পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের ওই মৃতা যুবতীর নাম মেঘা শাহ। পালঘরের একটি আবাসনের এক ফ্ল্যাটের বিছানার গদির ভেতর থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি পচে যাওয়ায় গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে। প্রবল দুর্গন্ধে অতিষ্ট হয়ে প্রতিবেশীরাই খবর দেন পুলিশকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মহারাষ্ট্রের(Maharastra Murder News) পালঘরে।
পুলিশ সূত্রে খবর, মাত্র এক সপ্তাহ আগেই ওই আবাসনে(Maharastra Murder News) ঘর নেন মেঘ শাহ। সঙ্গী প্রেমিক হার্দিক। 'অভিযুক্ত' বয়সে মেঘার থেকে বছর তিনেকের ছোট বলেই দাবি প্রতিবেশীদের। গত ছ’মাস ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন বলেও পুলিশকে জানান প্রতিবেশীরা। যদিও ঘটনার পর পলাতক হার্দিককে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) এক রেলস্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। জেরায় প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেন বছর ৩৭-এর অভিযুক্ত।
আরও পড়ুন- Youtuber Amit Mondal Dies : মাত্র ২২ বছরেই স্বপ্ন দেখা শেষ, দুর্ঘটনায় মৃত ইউটিউবার অমিত মণ্ডল