সন্তানে পিতৃত্ব অস্বীকার করেছেন স্বামী। আর সেই রাগে যমজ সন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। প্রায় তিন মাস আগে তিনি বাড়ি ফিরে আসেন। এর কিছুদিন পরেই ওই মহিলা যমজ সন্তানের জন্ম দেন। তারপরেই সন্দেহ জন্ম নেয় তাঁর স্বামীর। এরপর তিনি থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রীর জন্ম দেওয়া যমজ সন্তানের বাবা তিনি নন, অবৈধ সম্পর্কের জেরে গর্ভবতী হয়েছিলেন তার ফলেই তাঁর স্ত্রী যমজ সন্তান জন্ম দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, পুলিশের কাছে ওই অভিযোগ জানানোর পরেই ওই মহিলা যমজ সন্তানদের নিয়ে একটি মাঠে যান। এবং সেখানে গলা কেটে খুন করেন।
যদিও স্থানীয়দের প্রথমে ধারণা ছিল, ওই মহিলার স্বামীই খুনের সঙ্গে জড়িত। যদিও পরে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছেন ওই মহিলা। ওই মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করা হয়েছে।
এর আগে দিল্লিতে সদ্যোজাত শিশু কন্যাকে খুনের অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। কারণ অভিযুক্ত যুবক পুত্রসন্তান চেয়েছিলেন। তা না হওয়ায় খুন করেন বলে জানা গিয়েছে।