আধার কার্ড আপডেট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল সরকার। সম্প্রতি আধার নিয়মে কিছু সংশোধন করেছে UIDAI। এই সংশোধন অনুযায়ী, আধার কার্ডের বয়স ১০ বছর হয়ে গেলেই তা আপডেট করতে বলা হয়েছে।
এতদিন সদ্যোজাত শিশু কিংবা নাবালকদের ক্ষেত্রে বায়োমেট্রিক এবং আধার কার্ডে বিভিন্ন তথ্য আপডেট করা হত। এবার এই নিয়ম বাধ্যতামূলক করা হল প্রাপ্ত বয়স্কদের জন্যও। ইতিমধ্য়েই আধার কার্ডের এই নতুন নির্দেশিকার বিষয়ে নোটিস জারি করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
নোটিসে বলা হয়েছে, প্রতি ১০ বছর অন্তর প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি এবং বাসস্থানের প্রামাণ্য নথি জমা করে সেন্ট্রাল আইডেন্টিটিজ ডেটা রিপোজিটরি বা সিআইডিআর-এর কাছে। এর ফলে ওই ব্যক্তির অস্তিত্ব প্রমাণ হবে।
অনলাইনেও আধার কার্ড আপডেট করা যাবে। এর জন্য অনলাইনে My Aadhar Portal ও My Aadhaar অ্যাপটি খুলতে হবে। সেখানে ‘আপডেট ডকুমেন্ট’অপশনে গিয়ে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন।