শ্রদ্ধা হত্যা মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। এবার মুখ খুললেন শ্রদ্ধা হত্যা মামলার (Shraddha Walker Murder Case) মূল অভিযুক্ত আফতাবের (Aftab Poonawala) সাম্প্রতিক ‘বান্ধবী’। তিনি জানান, শ্রদ্ধাকে হত্যার পর আফতাবের ছাতরপুর বাসভবনে দুবার গিয়েছিলেন অথচ তখনও ঘুণাক্ষরেও তিনি টের পাননি শ্রদ্ধার অঙ্গ সেই বাড়িতে ছিল।
আরও পড়ুন: ইরানের হারে উচ্ছ্বসিত দেশবাসী! ফাটল বাজি, রাস্তায় রাস্তায় বাজল হর্ন
এমনকি তিনি আরও জানান, আফতাব ১২ নভেম্বর একটি আংটিও উপহার দিয়েছিলেন তাকে। সূত্র বলছে, সেই আংটিটি ছিল শ্রদ্ধার। পুলিশ আফতাবের নতুন ‘বান্ধবী’র কাছ থেকে ইতিমধ্যেই সেই আংটিটি উদ্ধার করে তাঁর জবানবন্দি রেকর্ড করেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, আফতাবের সঙ্গী পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ।
আফতাবের সঙ্গী আরও জানিয়েছেন, আফতাব কখনই তাঁকে ভয়-ও দেখাননি। আফতাব প্রায়শই তাকে তাঁর মুম্বাই বাড়ির কথা বলতেন বলেও জানান তিনি। আফতাব এবং তাঁর বান্ধবী একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।