অনেকদিন ধরেই চলছিল বিতর্ক। একেবারে নতুন ধাঁচে বিজ্ঞাপন সাজিয়েছিল স্মল ফিনান্স ব্যাঙ্ক সংস্থা। ভিডিয়ো আকারে প্রকাশিত বিজ্ঞাপনের মূল মুখ হয়েছিলেন আমির খান (Aamir Khan) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে ওঠে অভিযোগ। এবার জনরোষের মুখে পড়েই এই ভিডিয়ো সরিয়ে নিল ব্যাঙ্ক সংস্থাটি।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে সৃজিতের এক যুগ পার, সোশ্যাল মিডিয়ায় আবেগের বন্যা
বিজ্ঞাপনী ভিডিওতে দেখানো হয়েছিল কিয়ারাকে বিয়ে করার পর স্ত্রীয়ের বাড়িতেই উঠছে স্বামী আমির খান। স্বামীর মতো স্ত্রী কিয়ারাকেই আমির খানকে বিয়ে করে ঘরে তুলতে দেখা যায়। আমিরকে বলতে শোনা যায়, “এই প্রথম এমন হচ্ছে। বিয়ের পর নতুন ঘরে যাওয়ার সময় নতুন বউ কান্নাকাটি করছে না।” কিয়ারার জবাব, 'তুমিও তো ঘর ছাড়লে, কাঁদছ কি?" এরপরেই কিয়ারার ঘরে পা রাখেন আমির। পরে দেখা যায় অসুস্থ কিয়ারার বাবা, আর তাঁরই দেখভাল করবেন নতুন জামাই আমির।
এই বিজ্ঞাপন দেখেই 'রে রে' করে এসেছিল নেটিজেনদের একাংশ। 'কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী খোদ এই বিজ্ঞাপনের দেখে ফুঁসে উঠেছিলেন। হিন্দু সংস্কারের বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। সার্বিক বিতর্কের জেরেই বিজ্ঞাপন তুলে নেয় ওই সংস্থা।