জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেছে আম আদমি পার্টি। আপ-এর অভিযোগ, হু হু করে ওজন কমছে কেজরিওয়ালের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তিহার জেলের কর্তৃপক্ষ। তাদের দাবি, কেজরিওয়ালের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
আবগারি দুর্নীতির মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ১৫ এপ্রিল পর্যন্ত তিনি তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন।
আম আদমি পার্টির নেত্রী অতিশি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'অরবিন্দ কেজরিওয়ালের ডায়েবেটিক সমস্যা আছে। অসুস্থতা সত্ত্বেও তিনি দিনভর দেশের জন্য কাজ করেন৷ গ্রেফতারির পর তাঁর সাড়ে ৪ কেজি ওজন কমেছে, যা অত্যন্ত উদ্বেগের। বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে বন্দি করে তাঁর স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।'
অতিশি লিখেছেন, কেজরিওয়ালের কিছু হলে কেবল গোটা দেশ নয়, ঈশ্বরও বিজেপিকে ক্ষমা করবেন না।
দিল্লির মুখ্যমন্ত্রীকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কেজরিওয়ালের সুগার লেভেল লো ছিল। তিহার জেলের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন।