আসন্ন লোকসভা ভোটে বাংলায় কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যে দিল্লিতে যাবতীয় জট কাটিয়ে কাছাকাছি এল আপ-কংগ্রেস। ঠিক হয়ে গেল দিল্লির সাতটি লোকসভার মধ্যে চারটি আপ এবং তিনটি লড়াই করবে কংগ্রেস। শুধু দিল্লি নয়, গুজরাত, হরিয়ানা-মতো রাজ্যে ফর্মূলা কী হবে, তাও এদিন স্পষ্ট করল দুই রাজনৈতিক দল।
নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি এবং পশ্চিম দিল্লি, এই চারটি লোকসভা আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং চাঁদনি চক ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের হাতে। পাঁচ বছর আগে রাজধানীর এই সাতটি আসনেই জিতেছিল বিজেপি। বেশ কিছু আসনে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস।
রাজনৈতিক মহলের মতে, চণ্ডীগড় মডেলেই আসন্ন লোকসভা ভোটে গোয়া নির্বাচনে লড়াই করবে আপ-কংগ্রেস। বৈঠকে ঠিক হয়েছে, গোয়ার দুটি আসনে আপের সমর্থনে প্রার্থী দেবে কংগ্রেস।