জল্পনা ছিলই৷ অবশেষে তা সত্যি হল। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আপের তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রাক্তন অফস্পিনারকে পাঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও দিতে পারে ভগবন্ত মানের সরকার।
পাঞ্জাবের পাঁচটি রাজ্যসভার আসন আগামী মাসেই শূন্য হবে। সোমবারই রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
আরও পড়ুন:
হরভজন ছাড়াও সংসদের উচ্চ কক্ষে দলের আরও প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। তাঁরা হলেন দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা (Raghav Chadha), আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক (Dr Sandeep Pathak) ও শিক্ষাবিদ অশোক কুমার মিত্তল (Ashok Kumar Mittal) এবং শিল্পপতি সঞ্জীব অরোরা (Sanjeev Arora)। রাঘব চাড্ডা দিল্লি বিধানসভার বিধায়ক।